LYRIC

অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ।।
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ।।
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে ।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে ।
অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে-
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে ।।

Comments

SHARE

ADVERTISEMENT