LYRIC

আইলো শান্ত সন্ধ্যা,
গেল অস্তাচলে শ্রান্ত তপন।।
নমো স্নেহময়ী মাতা,
নম সুপ্তিদাতা,
নমো অতন্দ্র জাগ্রত মহাশান্তি।।

Comments

SHARE