LYRIC

শিরোনামঃ আমার আমি
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা

নিস্তব্ধ পথে দাঁড়িয়ে শুনেছ কি নীলাভ আর্তনাদ
কালো মেঘে রয়ে গেছে তোমার সূর্য ঢাকার অপবাদ
তোমার ঘন কুয়াশায়, রোদ পড়েনি মেঝেতে আমার
রৌদ্রস্নাত হয়ে আজ মনে পড়ে নিজেকে আমার

আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)

মুছে যাওয়া অর্থহীন ভাষার বোবা জানালায়
স্বপ্ন হয়ে তোমার স্মৃতি সুদূরে মিলায় (২)
তুমুল মেঘের আড়ালে গর্জে ওঠা আলোয়
পেতে চাই নতুন করে আলোকিত আমায়

আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)

আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি

Comments

SHARE