LYRIC

শিরোনামঃ অঙ্কের খাতা
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রয়
অ্যালবামঃ দ্বিতীয় পুরুষ

১)
কার্টেসিয়ান কো-অর্ডিনেটে আমরা ফ্রী
তুমি ফোর কমা জিরো, আমি জিরো কমা থ্রী।
আমাদের স্লোপ, নেগেটিভ খানিক,
তফাৎটা মেপে মাত্র পাঁচ ইউনিট।

পালিয়ে যেও না abscissa ধরে
আমিও আসছি নেমে জোর করে

তবে দেখা হোক অরিজিন-এ
নেব তোমাকে ঠিক চিনে
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক না।

২)
অর্থগোনাল এই জীবন অর্থহীন
ঘুরে ঘুরে সার্কেলটাও উদাসীন
প্যারাবোলা দু হাত বাড়িয়ে পথ ভোলা
থাক বিছানাতে দাস-মুখার্জি খোলা।

পালিয়ে যেও না abscissa ধরে
আমিও আসছি নেমে জোর করে

তবে দেখা হোক অরিজিন-এ
নেব তোমাকে ঠিক চিনে
অঙ্কের খাতা ভরে যাক
অঙ্কের খাতা ভরে যাক।

Comments

SHARE

VIDEO

ADVERTISEMENT