LYRIC

শিরোনামঃ বন্ধু আমার
কন্ঠঃ বাপ্পি লাহারি ও মুন্না আজিজ
মুভিঃ বন্ধু আমার

একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হলো..
বন্ধু, বন্ধু আমার… বন্ধু আমার… বন্ধু আমার

কে গরীব, কে আমীর সে মানে না
জাতের বিচার করা সে জানে না
সে হলো..
বন্ধু, বন্ধু আমার… বন্ধু আমার…

দুহাতে মোহর কিনি ছড়িয়ে গেলে
এজগতে দামী দামী কত কি মেলে
টাকায় যায় না কেনা বন্ধু কোথায়
সে শুধু কপাল গুণে মেলে দুনিয়াতে
তুমি যে বন্ধু, বন্ধু আমার।

একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হলো..
বন্ধু, বন্ধু আমার… বন্ধু আমার… বন্ধু আমার

একমার গর্ভেতে জন্ম না হয়
বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই
রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই
হৃদয়ের এত মিল রয়ে গেছে যাতে
তুমি যে বন্ধু, বন্ধু আমার।

একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হলো..
বন্ধু, বন্ধু আমার… বন্ধু আমার… বন্ধু আমার

Comments

SHARE

VIDEO