LYRIC

শিরোনামঃ চাঁদনী পসরে
কণ্ঠঃ সেলিম চৌধুরী
কথাঃ হুমায়ুন আহমেদ
সুর ও সঙ্গীতঃ মকসুদ জামিল মিন্টু
ছায়াছবিঃ চন্দ্রকথা

চাঁদনী পসরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইসে গো
আমার দুয়ারে
তাহারে চিনিনা আমি
সে আমারে চিনে

বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
তবু কেন সে আমার ঘরে আসেনা
সে আমারে চিনে
কিন্তু আমি চিনিনা

সে আমারে থরে থরে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়
ঘর ছাড়িয়া বাহির হও
ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়াত

SHARE

ADVERTISEMENT

VIDEO