LYRIC

শিরোনামঃ চুমকি চলেছে একা পথে
কন্ঠঃ খুরশীদ আলম
সুরকারঃ দেওয়ান নজরুল
গীতিকারঃ আলম খান
মুভিঃ দোস্ত দুশমন

চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে

মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি কর
লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি
চাবুক রেখে আমার হাত ধর
সেই ভাল
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি

Comments

SHARE

VIDEO

ADVERTISEMENT