LYRIC

শিরোনামঃ দ্বীপ ছিল শিখা ছিল
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমিই ছিলে না
বলে আলো জ্বললো না
ভাষা ছিল কথা ছিল
কাছে ডাকলে না
বলে মন কথা বললো না।

ঝর্নাকে মনে হয় নদী।
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না।

বুক ভরা আশা নিয়ে
মন আমার শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার।

যে মালার ফুল গেছে ঝরে।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দোললো না
কাছে ডাকলে না বলে
মন কথা বললো না ।

Comments

SHARE

ADVERTISEMENT