LYRIC

শিরোনামঃ এলো কি এ অসময়
কথাঃ গৌতম চট্টোপাধ্যায়
সুরঃ গৌতম চট্টোপাধ্যায়
কন্ঠঃ অন্তরা চৌধুরী
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
অ্যালবামঃ আবার বছর কুড়ি পরে

এলো কি এ অসময়
মনে শুধু জাগে ভয়

ফিরে আর পাবো কি কখনো
তুমি আছো তবু সংশয়
গেয়ে গান যাবো যে তখনো
এলোমেলো হাওয়া কেন বয়
আকাশে চাঁদ জেগে রয়
তবু বলো বলো বলো কেন এমনও হয়

এলো কি এ অসময়
মনে শুধু জাগে ভয়

কথা যা সে আছে লুকানো
এ জীবন শুধু বিস্ময়
এভাবে নিজেকে ভোলানো
জানি ভালো থাকা এতো নয়

আকাশে চাঁদ জেগে রয়
তবু বলো বলো বলো কেন এমনও হয়
এলো কি এ অসময়

SHARE

ADVERTISEMENT