LYRIC

শিরোনামঃ ইতিহাস (সময়+অদৃষ্ট)
কন্ঠঃ লিংকন
কথাঃ রুম্মান(সময়) / সেজান (অদৃষ্ট)
ব্যান্ড : আর্টসেল
অ্যালবাম : অন্য সময়

(সময়)
আজ আমি আলোছায়া
আজ আমি অন্ধকার
সময়ের হারানো পথে
আজ ভেঙেছে ঘুম চেতনার
পৃথিবীর কোলাহল নির্জনে
আপোষের এ বেঁচে থাকা
পেছনে ফেলে ইতিহাস
যাবে না ভাঙা চার দেয়াল
কুয়াশা ঢাকা স্বপ্ন আমার
খুঁজে ফিরি ধুসর সীমানায়
বদ্ধ ঘরে আলোছায়ায়
থমকে থাকি নির্জনতায়
হয়নি পাওয়া কিছু আর
শুধুই অন্ধকার
আজ আমিই এক শূন্যতা
তবু চেয়ে রই মুক্তির আশায়
শান্তির আশায়

(অদৃষ্ট)
বিধাতারই একটু ইশারায়
ভেঙে গেছে স্বপ্ন অসহায়
পথিকেরই মত খুঁজে ফিরি
পথে পথে করুণা
সত্য যা দেখ সবই
মিথ্যের মায়াজালে ঘেরা
আমাদের সাথে ছলনা
অদৃষ্টের করা।

Comments

SHARE

VIDEO