LYRIC

শিরোনামঃ কালারে কইরো গো মানা
কন্ঠঃ আনুশেহ আনাদিল
কথাঃ অমর পাল বাউল
ব্যান্ডঃ বাংলা
অ্যালবামঃ কিংকর্তব্যবিমূঢ়

কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি (২)
আমায় করে সে বঞ্চনা
সে যেন আমার কুঞ্জে আসেনা।

সখি গো…জ্বালাইয়া মোমের বাতি
জাইগা রইলাম সারারাতি
বাসী হইল ফুলের বিছানা
আমি মরমে জ্বলিয়া মরি
মরমে জ্বলিয়া মরি (২)
নিঠুর শ্যাম তো জানে না
সে যেন আমার কুঞ্জে আসেনা।

সখি গো…প্রেম করা রাখালের সনে
সে কি প্রেমের মরম জানে
তোমরা কি জাইনাও জান না
সে যে বনে থাকে বেনু হাতে (২)
নারীর বেদন জানে না
সে যেন আমার কুঞ্জে আসেনা।

Comments

SHARE

ADVERTISEMENT