LYRIC

শিরোনামঃ কে আমি
কন্ঠঃ অর্ণব, জোহাদ
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব
অ্যালবামঃ রোদ বলেছে হবে

ঘর পালানো বাতাস এসে
এলোমেলো জড়িয়ে দেহ ঘুম ভাঙ্গালো
না দেখা সেই পথের শেষে
ছড়িয়ে রাখে ঘাসের দেহে দিনের আলো

ঘর ছেড়ে এই পথের বাঁকে
আমার আমি কে খুঁজতে থাকে
যে ডাক আসে সুদুর নীলে
ভালোবাসার প্রত্যাশিত অন্তঃমিলে

ঘর ভাঙ্গা এই পথের শেষে
ঘুম আসেনা ঘুমের দেশে, কি অকারন
দুঃখ পেলে অন্ধকারে
লুকিয়ে থাকা জমিয়ে রাখা, কান্না বারন

Comments

SHARE