LYRIC

শিরোনামঃ কৈশোর
কন্ঠঃ সঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ ওয়ারফেইজ

মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সে সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায় আবার
ফিরে আসে
আবার ফিরেআসে

তুমি নেই আজ তাই কত ব্যাথা
সবই আছে শুধু তুমি ছাড়া
আমারএ জীবনে তুমি ছিলে
নেমে আসারআগে সন্ধা তারা
মনে পড়ে যায় আবার
ফিরে আসে
আবার ফিরেআসে

ঘরের আলো যখন নিভে যাবে
আমিও যখন থাকব না এ ঘরে
আবারও সেখানে দেখা হবে
জীবনের ওপারে অন্যভাবে
মনে পড়ে যায় আবারও
ফিরে আসে
আবার ফিরে আসে

Comments

SHARE

VIDEO

ADVERTISEMENT