LYRIC

শিরোনামঃ কলকাতা কলকাতা
কথাঃ রঞ্জন ঘোষাল, তাপস দাস (বাপি)
সুরঃ গৌতম চট্টোপাধ্যায় ও তাপস দাস (বাপি)
কন্ঠঃ তাপস দাস (বাপি) ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু)
গীটারঃ গৌতম চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক

ভেসে আসে কলকাতা কুয়াশা-তুলিতে আঁকা
শহরতলির ভোর মনেপড়ে
কাঠচাঁপা আর কৃষ্ণ-চূড়ার শৈশব শুধু খেলা করে
স্মৃতির ভেতর ট্রামের ধ্বনি বিবাগী সুর গড়ে
এই প্রবাসে ক্যালেন্ডারের পাতাই শুধু ঝরে
কলকাতা – ও – কলকাতা

গুলতি ছোঁড়া ঘুড়ি ওড়ার
অগস্ট দুপুর কে দেবে ফিরে
পরবাসের হৃদয় জুড়ে
এই অভিমান শুধু ভ’রে
স্টীমার ঘাটের ভোঁ কেন আজ
আবার উদাস করে
ভেসে আসে কলকাতা শুধু কুয়াশার ভোরে
কলকাতা – ও – কলকাতা

Comments

SHARE