LYRIC

শিরোনামঃ কলকাতা
কন্ঠঃ অনুপম রায় / শ্রেয়া ঘোষাল
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
মুভিঃ প্রাক্তন

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে

ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম
ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম
চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম

শহর জুড়ে যেন প্রেমের মরসুম
আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম
কখনও নেমে আসে অচেনা প্যারাসুট
তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে

খুঁজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
খুজে দিতে না পারলে আড়ি
আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি
তবেই তোমার কথা কলকাতা কলকাতা
সব কিছু মেনে নিতে পারি
কেন এ অসম্ভবে, ডেকে আনো আমাকে
ছুয়ে থাকো হাতটাকে, কবিতার ছাদটাকে

কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
কলকাতা, তুমিও হেটে দেখো
কলকাতা, তুমিও ভেবে দেখো
যাবে কি না যাবে আমার সাথে

SHARE

ADVERTISEMENT

VIDEO