LYRIC

শিরোনামঃ কল্পরাজ্য
কন্ঠঃ জোহাদ
কথাঃ জোহাদ/মাহের
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ তৃতীয় যাত্রা

ছূটে যায় আবার সে দিগন্তে
ফেলে যায় কোথায় আবার কিসের ইশারায়
যাক তবে শুন্যতা
ফেলে যায়

পেছনে রেখে তার অস্তিত্ব
আগামীর দিকে মুক্ত প্রানে এগিয়ে
দেখতে কি সে পায় আজ তা এ প্রহরে?

মন কে কোথায় রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথায় হারিয়ে রংধনুর সাথে
কিসের খোঁজে…

শেষ তার প্রতিক্ষা
সন্ধ্যা এলে দিগন্ত মিলে
অস্থির এই রাত্রি
ফেলে যাবে আবার কি সে তবে?

মন কে কোথায় রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথায় হারিয়ে রংধনুর সাথে
কিসের খোঁজে…

মন কে কোথায় রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথায় হারিয়ে রংধনুর সাথে
কিসের খোঁজে…

Comments

SHARE