LYRIC

শিরোনামঃ ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম
কন্ঠঃ এলিটা করিম
কথাঃ অনিক খান
সুরঃ শাকের রাজা
নাটকঃ ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম

ল্যাম্পোস্টের নিচে তুমি, ভীষন অপেক্ষায়
আমায় যদি বারান্দাতে একটু দেখা যায়
ঘড়ি ধরে সময় মিলাই, সবাই যখন ঘুমে
ঠিক তখনই ফোন ধরা চাই, ফোনটা ড্রয়িংরুমে

তুমি খোঁজ কন্ঠ আমার, মামা বলেন “হ্যালো?”
ল্যান্ডফোনের সেই দিনগুলোতেই প্রেমটা হয়ে গেলো
তুমি খোঁজ কন্ঠ আমার, মামা বলেন “হ্যালো?”
ল্যান্ডফোনের সেই দিনগুলোতেই প্রেমটা হয়ে গেলো

Comments

SHARE

VIDEO

ADVERTISEMENT