LYRIC

শিরোনামঃ মেরুন সন্ধ্যালোক
কথাঃ গৌতম চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল
সুরঃ গৌতম চট্টোপাধ্যায়
কন্ঠঃ গৌতম চট্টোপাধ্যায়
সহকারী কন্ঠঃ তাপস, তপেশ, প্রদীপ ও রঞ্জন
লীড গীটারঃ গৌতম চট্টোপাধ্যায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক

দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়
যতো ভাবি সুর বন পথ দূর
সুবাসী বায়ে, মহুয়া মুকুল

বেঁকে গেছে পথ গভীর বনে
মাতাল করে বিহন জনে
ভেসে আসে গান সাঁঝুলি আলোয়
মহুয়া-মেদুর শিমুলিয়া সুর

Comments

SHARE