LYRIC

শিরোনামঃ মৃত্যুছায়া
কথাঃ অপু
কন্ঠঃ জোহাদ
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ অন্বেষণ

আমার পৃথিবী আজ হারিয়ে গেছে
ক্লান্ত বিষণ্ণতার মাঝে
চেতনায় স্বপ্নগুলো সব মিলিয়ে
চলেছি নিয়মভাঙ্গার পথে।
ভাবি দুঃখগুলো দেব বিলিয়ে
দূর বহুদূরে গ্রহান্তরে
চেয়ে দেখি ভাবনাগুলো
শেষ প্রান্তরে
জানিনা পারবো কিনা
কভু পেরোতে
আমার এই, আমার
এই কি শেষ ভাবনা?
মহাকালের দ্বারে দাঁড়িয়ে
ভাবি দুঃখগুলো দেব বিলিয়ে
ফেলে যাই এ নিথর দেহ,
বস্তুময় পৃথিবীতে
ছুটে যাই সেই আলোর পানে,
যেথা গেলে মুক্তি মেলে
সৃষ্টি আর স্রষ্টা যেন
হঠাৎ করে মিথ্যে হয়
আলো আর আঁধারের মাঝে
সব কিছুই স্বপ্নময়
আলো আর আঁধারে
আমি কোথায়
অজানা ভয়ে আমার স্বপ্ন
ভেঙে যায়।

Comments

SHARE