LYRIC

শিরোনামঃ না’ঘুমদের গান
কথাঃ ফেরদৌস
কন্ঠঃ জোহাদ
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ অন্বেষণ

আজ আর নয়তো কোনো গান
নয়তো কবিতা
স্তব্ধতার অরণ্যে
ঘুম আসে না চোখে,
তাইতো জেগে রই
স্বেচ্ছা নির্বাসনে

ঘুমিয়ে গেছে পৃথিবী
নিথর ক্লান্ত সমাধি
অন্ধকার আর আমি রই জেগে।
আলোটাকে জব্দ করে
একা ঘরে রাত-দুপুরে
কেন আমি কোন কারণে

দূর নিশীর ডাকে
আমি নিমগ্ন হই
শার্সির আড়াল থেকে
আর ক্ষয়ে যাওয়া চাঁদ
তার এক মুঠোয় আলোয়
ডুবছে অবছায়াতে

ঘুমিয়ে গেছে পৃথিবী
নিথর ক্লান্ত সমাধি
অন্ধকার আর আমি রই জেগে
গ্রহ হতে অন্য গ্রহে
ডুবসাঁতারে মনপুকুরে
মনে মনে ভিজি মন জল কেলিতে
সুপ্ত শান্ত সব লোকালয় বিরান
রাত্রিগুলো কেমন করে বসে রয়
পাগোলা হাওয়াতে

ঘুমিয়ে গেছে পৃথিবী
নিথর ক্লান্ত সমাধি
অন্ধকার আর আমি রই জেগে।
আলোটাকে জব্দ করে
একা ঘরে রাত-দুপুরে
কেন আমি কোন কারণে

মেঘলা রাত্রি…মেঘলা রাত্রি
মেঘলা রাত্রি…মেঘলা রাত্রি

Comments

SHARE