LYRIC

শিরোনামঃ না জানি কোন অপরাধে
কন্ঠঃ মমতাজ
কথাঃ সেজুল হোসেন
সুরঃ বাপ্পা মজুমদার
সঙ্গীতঃ বাপ্পা মজুমদার

না জানি কোন অপরাধে, দিলা এমন জীবন
আমারে পুড়াইতে তোমার, এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার, এতো আয়োজন

সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না
কত সুখে আছি বেঁচে, খবর নিলা না
বিধি, খবর নিলা না
আমি ছাড়া কেউ নাই আমার, দুঃখের পরিজন
আমারে পুড়াইতে তোমার, এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার, এতো আয়োজন

মায়াঘেরা ভবের মাঝে, আমায় কইরা বন্দী
জানি না কি করছো উদ্দেশ, কি বা করছো ফন্দী
কি বা করছো ফন্দী
আমি ছাড়া কেউ নাই আমার, দুঃখের পরিজন
আমারে পুড়াইতে তোমার, এতো আয়োজন
আমারে ডুবাইতে তোমার, এতো আয়োজন

Comments

SHARE

VIDEO

ADVERTISEMENT