LYRIC

শিরোনামঃ নিরানন্দ
কন্ঠঃ পিন্টু/সুমি
ব্যান্ডঃ চিরকুট
অ্যালবামঃ জাদুর শহর

ও তোর আশার বাসা ঘুণে খাইলো
সাথে আছে কি
ভাইবে দেখো মনা তোমার
বাকি রইল কি

কঠিন আরো কঠিন হইল
সহজ যায় না চেনা
ও তোর সারাজীবন আনা’র অভাব
সোনা চিনলি না
আমার সোনার মানুষ দেয় না দেখা
চিনে গেছি ফাঁকি

আনন্দ কয়, নিরানন্দ তুমি বড় সুখী
তোমার অসুখ হইলে পড়েও
কেউ বলে না দুঃখী
আমার নিত্যানন্দ দেয় না দেখা
জেনেছি চালাকি

SHARE

ADVERTISEMENT

VIDEO