LYRIC

শিরোনামঃ ও আমার উড়াল পঙ্খী রে
কণ্ঠঃ সুবীর নন্দী
কথাঃ হুমায়ুন আহমেদ
সুরঃ মকসুদ জামিল মিন্টু
সঙ্গীতঃ মকসুদ জামিল মিন্টু
মুভিঃ চন্দ্রকথা (২০০৩)

ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা

ও আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার..

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দু:খ দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পরে,

Comments

SHARE

VIDEO