LYRIC

শিরোনামঃ ও বন্ধু লাল গোলাপী
ওরিজিনাল আর্টিস্টঃ শরীফ উদ্দিন
রিমেকঃ Studio58 এবং রিজভী
টেলিফিল্মঃ 18 – All Time দৌড়ের উপর

ও বন্ধু লাল গোলাপী, ও বন্ধু লাল গোলাপী
কই রইলা রে,
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে (২)

তুমি বন্ধু হইলে আমার নাইতো কিছু বাকি চাওয়ার
তুমি আমি দু’জন মিলা সাজাইবো সুখের সংসার
আরে সাজাইবো সুখের সংসার

তোমারে পাইলে সখি, তোমারে পাইলে সখি
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে

দু’জন মিলা সাজাইবো, সাজাইবো,
প্রেম দশা খেলাইবো
আমার মনের যত্ত আশা সবি মিটাইবো
মিটাইবো, আরে আশা সবি মিটাইবো
রাখিব তোরে আমার আদরে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে

SHARE

ADVERTISEMENT

VIDEO