LYRIC

শিরোনামঃ অবাক সব স্বপ্ন
কথাঃ শুদ্ধ ফুয়াদ সাদি
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
সুরঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

ঘুমিয়ে গেছি আবারো,
হারালো আমার দিনগুলো
সময়ের আঘাতে
শূন্যতায় ভেসে গেছে
অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি
ফিরে পেতে নিজেকে
আবার

কেন আমার আঁকা স্বপ্নটা
ভেঙে দিয়ে গেলে অযথা
অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি
ফিরে পেতে নিজেকে
আবার

আমি এঁকেছিলেম আমার আকাশটাকে
ছেরা ছেরা ভালবাসা মুঠোয় ভরে
স্বপ্ন মাখা মেঘের দেয়ালে
আঁধার কালো জড়ালো
আমারই আকাশ আমার আঁকা ছবি
দিশেহারা আমারই মত

Comments

SHARE

VIDEO