LYRIC

শিরোনামঃ অভিমানে চলে যেও না
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ রতু মুখোপাধ্যায়
কন্ঠঃ মান্না দে

না অভিমানে চলে যেও না
অভিমানে চলে যেও না
না অভিমানে চলে যেও না
এখনি শেষের গান গেও না
অভিমানে চলে যেও না ।

এখনও হৃদয়ে কাঁদে পিয়াসা
এর চেয়ে ভালো ছিল না আসা
এ তিথি এখনো আবেশে জড়ানো
ভেঙে দিতে তাকে চেও না
অভিমানে চলে যেও না ।

Comments

SHARE