LYRIC

শিরোনামঃ অজানা এ কোন ভেলা
শিল্পীঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ দিন বাড়ি যায়

অজানা এ কোন ভেলা
ভাসলো এ হৃদয়ে
অনন্ত এ প্রেম শুধু যে পিছু ডাকে
চলেছি ভেসে আমি
সেই সে অচিনপুরে

তোমাকে ভেবে আলতো দুহাতে
কখনই ছুই ঘুমের ঘোরে
ভাঙে যে ঘুম প্রতি সকালে
তোমাকে চোখের পাতায় করে

কুয়াশা প্রহরে উষ্ণ আবেগে
কখনো উড়াই নিজের কোলে
কত রঙে আসার কথা
বেধেছি তোমায় আঁচল জুড়ে

Comments

SHARE

VIDEO