LYRIC

শিরোনামঃ অনেক কথার ভিড়ে
কন্ঠঃ বাপ্পা মজুমদার / কনা
কথাঃ শেখ রানা
সুরঃ বাপ্পা মজুমদার
সঙ্গীতঃ বাপ্পা মজুমদার

অনেক কথার ভিড়ে
অনেক কোলাহলে
যে কথাটি বুক পাঁজরে
নীরব ছিলো খুব
সে কথাটি ভালোবাসা
মৌনতা নিশ্চুপ

সহস্র রাত
আয়নাঘরে
তোমার জন্য সব
স্বপ্ন পোড়ে
ভালোবাসার মেঘ মল্লারে
বৃষ্টিরা উৎসুক
সে কথাটি ভালোবাসা
মৌনতা নিশ্চুপ

চোখের কালোয়
দুঃখ সুখে
তোমার জন্য সব
অনুভবে
ভালোবাসার সরলতা
রহস্য খুঁজুক
সে কথাটি ভালোবাসা
মৌনতা নিশ্চুপ

Comments

SHARE

VIDEO