LYRIC

শিরোনামঃ অন্তহীন
কন্ঠঃ এলিটা/অদিত
কথাঃ আসিফ ইকবাল
অ্যালবামঃ অন্তহীন

এসো হাত ধরো হাতে
চলো অন্তহীন পথে
এসো তুমি, আর আমি
দুচোখে স্বপ্ন হয়ে নামি।

রেখোনা বারণ তুমি করোনা মানা।
ফুলেরা পথে সাজায় বিছানা।
শাসন-বারণ কিছুই থাকবেনা,
থাকবে হারিয়ে যাওয়ার ঠিকানা

হেমন্তের রোদ ক্লান্ত ছায়া
জোছনা ভাসা পূর্ণিমা রাত
দেখবো প্রথম সূর্যালোকে
দূজনে প্রথম প্রহরে।

Comments

SHARE