LYRIC

শিরোনামঃ পদধ্বনি
গীতিকবিতাঃ তপন
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ বরাবর শহরতলী

কোথাও থামেনি তোমার
পদধ্বনি,
শুকনো পাতার উড়াও
থামেনি।
পিছুটানেও কভু পিছে
ফেরোনি,
সামনের পথই শুধু বাস্তব
জানি।
অবাক অথৈ আবেগ,
রূদ্ধবোধে মাতাল বিবেক।
অনন্ত চেয়ে থাকা,
আলোয় ভাস্কর্য গড়া।
স্নায়ুরা এখনো শীতল,
মৌনতা রন্ধ্রে বিকল।
পেলব হাওয়ার দল,
খুঁজে না পাওয়া তল।
কৃষ্ণচূড়ার ডালে ডালে
হাসি,
ওদের ফাঁকে মেঘ আর
পাখি।
শেকড় ওখানে কেঁপে কেঁপে
উঠে,
খালি নাড়া দেয় শক্ত ভিতে।

SHARE

ADVERTISEMENT