LYRIC

শিরোনামঃ পরান পাখি
কথাঃ সাকী আহমদ
কন্ঠঃ হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
অ্যালবামঃ শোনো!

আকাশ যতই হোকনা কালো
তুই যে সকল আশার আলো

আকাশ যতই হোকনা কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি।

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পড়ে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষেই আসবো উড়ে।

আকাশ যতই হোকনা কালো
তুই যে সকল আশার আলো

আকাশের তোর কানে বলি
তোর নীলে কি দুঃখ তত
যতটা ব্যথা এ হৃদয়জুড়ে
জ্বলতে পারে তুসের মত

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পড়ে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষেই আসবো উড়ে।

আকাশ যতই হোকনা কালো
তুই যে সকল আশার আলো

জোছনারে তোর কানে বলি
জ্বাললি যদি সকল আলো
তবুও কেন আমার আকাশ
কষ্ট ভরা আঁধার কালো

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পড়ে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষেই আসবো উড়ে।

আকাশ যতই হোকনা কালো
তুই যে সকল আশার আলো

আকাশ যতই হোকনা কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি

যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পড়ে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষেই আসবো উড়ে…

Comments

SHARE

VIDEO