LYRIC

শিরোনামঃ প্রাপ্তিশূণ্য
কন্ঠঃ মিফতাহ জামান
কথাঃ তুষার হাসান
সুরঃ মিফতাহ জামান
অ্যালবামঃ দ্বিতীয়া

চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাই
নিটোল জোছনাতে এলাম যে তাই
এইটুকু যেন পাই
কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়
মোর শেষ জোছনাটুকু নিল বিদায়
আমি হেঁটেছি অনেক দূরের পথে
ভিজব বলে বরষায়
ভুল ছিল সে চাওয়া বুঝতে পেরেই
এসেছিলাম কুয়াশায়
প্রখর রোঁদে আলোর খেলা
সেই কুয়াশা করল নিঃস্ব আমায়
কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়

এভাবেই হয়ে গেল আমার
সব ইচ্ছেগুলোর অপচয়
কে জানে কি কারন ছিল পেছনে
দিয়ে গেল পরাজয়
কেন যে শুধু আমার বেলায়
সবকিছু ক্ষয়ে ক্ষয়ে যায়
যেদিকে আমি দু’হাত বাড়াই
কালো মেঘের দল এলো অবেলায়
ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়

Comments

SHARE

VIDEO