LYRIC

শিরোনামঃ সে ভাবে
কন্ঠঃ এমিল
কথাঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ

সে ভাবে,
কেন পুরনো পাতায়, পুরনো সেই কথায়
যেন সবই অচেনা লাগে
তার স্মৃতিগুলো আজ কেন মুছে যায়
প্রিয় মানুষগুলো আজ সরে যায়
সে ভাবে
সে ভাবে…………

তার পুরনো পাতায়, পুরনো সেই কথা
সবই ভুলে যেতে চায় সময়
কার কথাগুলো আজ, যেন ভেসে যায়
কে ছায়া হয়ে আজ রয়ে যায়
সে ভাবে
সে ভাবে…………

Comments

SHARE

ADVERTISEMENT