LYRIC

শিরোনামঃ তোমাকে
কন্ঠঃ মিজান
কথাঃ শাম্‌স
সুরঃ শাম্‌স
ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ পথচলা

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে
শুধু বলোনা ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে, খেয়ালের ফাঁদে

তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে

যেই মোহের বন্যায় ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে, অস্তিত্ব ভুলে, ভুলে…
তাই বলোনা চলতে, স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়ে থাকলে হতাশার খাদে

যে যায়, যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নেই
যতই কাঁদাও আমায়, চলি একা পথে

Comments

SHARE

VIDEO

ADVERTISEMENT