LYRIC
শিরোনামঃ হঠাৎ রাস্তায়
কন্ঠঃ কবির সুমন
কথাঃ কবির সুমন
সুরঃ কবির সুমন
হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
পুরনো দোকানে বিগত আড্ডা
বিগত ঝগড়া বিগত ঠাট্টা
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
দলাদলির দিন গলাগলির দিন
হঠাৎ অকারনে হেসে ওঠার দিন
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
হারানো লেত্তি হারানো লাট্টু
সময় চলে যায় বেয়ারা টাট্টু
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি
সময় চলে গেছে এবং চলছে
চলতি জীবনের গল্প বলছে
পাল্টে গেলি তুই আমিও পাল্টে
গিয়েছি মাঝ পথে হাতে হাতে
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি