LYRIC
অর্জুন । অহো, কী দুঃসহ স্পর্ধা !
অর্জুনে যে করে অশ্রদ্ধা
সে কোনখানে পাবে তার আশ্রয় !
চিত্রাঙ্গদা । অর্জুন ! তুমি অর্জুন !
(বালকবেশীদের দেখে সকৌতুক অবঞ্জায়)
অর্জুন । হাহাহাহা হাহাহাহা, বালকের দল,
মা’র কোলে যাও চলে, নাই ভয়।
অহো, কী অদ্ভুত কৌতুক !
( প্রস্থান )
চিত্রাঙ্গদা । অর্জুন ! তুমি অর্জুন !
ফিরে এসো, ফিরে এসো,
ক্ষমা দিয়ে কোরো না অসম্মান,
যুদ্ধে করো আহ্বান !
বীর-হাতে মৃত্যুর গৌরব
করি যেন অনুভব-
অর্জুন ! তুমি অর্জুন ।।