LYRIC
শিরোনামঃ প্রতিধ্বনি
কন্ঠঃ অর্ণব
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব
অ্যালবামঃ রোদ বলেছে হবে
চতুর্দিকে প্রতিধ্বনি এসব কথা
কে জানাবে বোবা হবার সব বারতা
ঘাস ফড়িং’র জমিয়ে রাখা অভিমানে
বন্য কোন নাম না জানা পাখির গানে
স্বচ্ছ জলের পাহাড়ী আর নদীর কূলে
রুপকথা কি ডুব সাতারে মনের ভুলে
ঘাস ফড়িং ও পাখির বুকে স্বপ্ন যত
প্রচীন কিছুর সংগ্রহের গান হয় নিহত
সঙ্গী বিহীন সব হারানোর দুঃখ জেনে
রুপকথা তার সময়মত নিয়ম মেনে,
সেই গল্প শুনবি মেয়ে চাঁদের কাছে
অল্প সুখের কল্পনা আর কাদের আছে
আমার কিছু জোছনা রঙের পদ্ম যদি
মেয়ে তোকে ভাসিয়ে নেবে দূর অবদি
কন্ঠ শুনে তোর সে ডাকে ঘুমে যে সব
রুপকথা কি প্রতিশোধে থাকে নিরব
মেঘ ছুঁয়েছিস বৃষ্টি হয়ে জানালা বেয়ে
শীতল মাটির কান্না মাখা শব্দ পেয়ে
জন্ম নেবে তোর ভাষাতে গল্প যারা
খুঁজবে মেয়ে যখন তখন তোর ইশারা