LYRIC
শিরোনামঃ প্রতিশ্রুতি
কন্ঠঃ তৌফিক
কথাঃ তৌফিক
সুরঃ তৌফিক
অ্যালবামঃ রাজত্ব
ব্যান্ডঃ রাজত্ব
জানালা খুলে বাইরে দেখো একবার তাকিয়ে,
মানুষের জীবন কাটে কত অশান্তিতে,
মারামারি, কাটাকাটি, আহাজারি, হানাহানি,
রাস্তায় পড়ে পড়ে আছে লাশের সারি।
এমনি দেশ গড়ার স্বপ্ন কি দেখেছিল শেখ মুজিব?
নাকি মিথ্যে যুদ্ধ করল নির্ভীক জিয়া শহীদ?
ওদের জন্য গান করি, ওদের জন্য কলম ধরি,
ওদের স্বপ্ন পূরণ করার শপথ আমি আজ করি।
দেখো আজ রাস্তার পাশে কত মানুষ বস্ত্রহীন,
অন্নহীন মানুষ জীবন যুদ্ধে কাটে সারাদিন,
এক মুঠো ভাতের আশায় জীবন দেয় প্রতিদিন,
অভিশাপের মুক্তি চাই বল আর কতদিন?
ছেলে আমার বড় হবে সেই ছেলে ফেরেনা আর।
গুলি খেয়ে পড়ে আছে বল এই দোষটা কার?
রাজনীতির বেড়াজালে নিভে গেল কতমুখ-
কবে পারব ফিরিয়ে দিতে বাংলা মায়ে হাসিমুখ?
লাল সবুজের আমার বাংলাদেশ
কথা দিলাম আজ।
আমরাই তুলে ধরব তোমায়
সরিয়ে সকল লাজ।
যদি আবারো ফিরে আসে ১৯৭১-
গণমানুষের ঢল নামে চেয়ে দেখো মাগো
ভুলে শত্রু কে মিত্র।
ধানমন্ডি, গুলশান কোটি টাকা দাম-
People are moving with নামিদামী Car!
Have you ever seen the people?
Who are dying behind the road!
You guys are chilling-Cruising?
wow!! what a nice effort!
There are looking at you, thinking why not us?
গরীবের ঘরে জন্মাইছস্ এটা তোদের দোষ,
সারাবেলা মাথার ঘাম পায়ে ফেলে দিন আনে দিন খায়,
আর দুমুঠো ভাত চাইলে দাও গালে চড়!
বনানী, বারিধারা কালো টাকার মহল গড়া-
তোমারই প্রসাদ পাশে কষ্টে দিন মজুর যারা।
৩৮ বছর গেল স্বাধীন হল জাতি
প্রশ্ন করি বল কেন এখনো দুর্নীতি?
ধর্ষিত, লাঞ্ছিত সবাই কেন বঞ্চিত?
নির্বিচারে মানুষ মরে বিচারক কেন কুণ্ঠিত?
লুণ্ঠিত, শংকিত সারা বাংলা প্রতারিত,
সুদখোর মহাজন ধরনী প্রকম্পিত।
নূর হোসেন আজ নাই, অস্ত্রে ট্রাক বোঝাই,
হায়না বসে মুখোশ পড়ে আমলা বলে সবাই।
চাকরীতে ফোন চাই, ফাইলে ঘুষ চাই,
ক্ষুধা পেটে লাথি শপিং কমপ্লেক্স বানাই।
জনতারই আদালত, জনতাই বিচারক-
জনতার মিছিলে, জনতারই ভীড়ে কে সেই খলনায়ক?
৩৮ বছর হল স্বাধীন হল জাতি
বলতে পার তবে কেন এখনো দুর্নীতি?
সময় এসেছে আবার যুদ্ধে যাবার,
মাদল বেজেছে সবারই যেতে হবে যে এবার,
তৈরী হও তুলে নাও যা আছে যার যার,
মানবতার লড়াই হবে তরুন দুর্নিবার।
কথা দিয়েছি কথা যে রাখতে হবে-
ভোলো উচ্চাভিলাষ গাও মানবতার গান;
নতুন করে গড়ব আমার এই দেশ,
প্রতিজ্ঞায় জ্বলছে তরুন, দেখো বাংলাদেশ।
এই দেশটা আমার, এই দেশটা তোমার।
এসো হাতে-হাত রেখে গাই সমতার গান;
নতুন সুর্য দেখব সবার মুখে হাঁসি-
সোনার বাংলা আমার, আমি তোমায় ভালবাসি।