LYRIC
শিরোনামঃ বাউলা কে বানাইলো রে
হাছন রাজা
বাউলা কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে?
বানাইলো বানাইলো বাউলা
তার নাম হয় যে মাউলা
বানাইলো বানাইলো বাউলা
তার নাম হয় যে মাউলা
দেখিয়া তার রুপের ঝলক
হাসন রাজা হইলো আউলা
কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে?
হাসন রাজা হইসে পাগল
প্রাণ বন্দের কারণে
বন্ধু বিনে হাসন রাজায়
অন্য নাহি মানে
বাউলা কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে?
হাসন রাজা গাইসে গান হাতে তালি দিয়া
সাক্ষাতে দাঁড়াইয়া শুনে
হাসন রাজার পিয়া
বাউলা কে বানাইলো রে?
হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে?
বাউলা কে বানাইলো রে?