LYRIC
শিরোনামঃ পুরোনো গীটার
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ পুরোনো গীটার
এই পুরোনো গীটার দিয়েছে কতকিছু
দিয়েছে ছোটখাট সুখ, মান অভিমান,
দুঃখের গান দিয়েছে
রোজরোজ কত কত হাজার হাজার ভয়
মনে যখন ভিড় করেছে
ঘরের কোনে, আপনমনে
সেই ভয়গুলো কাটিয়ে দিয়েছে
ছেলেবেলার সেই পাকাঝড়া পাহাড়ে
ঘুরেছে এঁকেবেঁকে মন যখন
এই বুড়ো পুরোনো গীটার
ছিল সঙ্গী আমার তখন
তাল কেটে গেছে কত কেটেছে আঙ্গুল
কত রাত জেগে জেগে কেটেছে
জীবনে প্রথমবার ভালোবাসা হারানোর
যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে
এই বুড়ো পুরোনো গীটার
কলের গানের সুরে হারিয়ে গিয়ে
খুঁজে পাওয়া নিজেকে আবার
পৃথিবীর কত কথা কাছে এনে দিয়েছে
এই আমার পুরোনো গীটার
জন লেনানের সোচ্চার ভালোবাসা
বব ডিলানের অভিমান
হুট করে ভালোলেগে ভালোবেসে কাউকে
তাড়াহুড়া করে লেখা গান (২)
ফেলে আসা কত মুখ কত নাম ঠিকানা
বারবার ফিরিয়ে দিয়েছে
নানাকথা নানা সুরে গান নিয়ে ঘুরে ঘুরে
সুমনের কাছে এনে দিয়েছে
এই বুড়ো পুরোনো গীটার
ইদানীং হঠাৎ করে অনেক ভালোবাসার মাঝে এনে ফেলেছে আমায়
নিজের মত করে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছে আমায় (২)
ভাবিনিতো কোনোদিন আমার এই বন্ধুটা হয়ে যাবে বন্ধু সবার
ভাবিনিতো কোনোদিন শুনবে সবাই আমার পুরোনো গীটার
এই বুড়ো পুরোনো গীটার দিয়েছে, তোমাকে দিয়েছে
এলোমেলো কতসব অন্য লোকের গানে তোমাকে কাছে টেনে নিয়েছে
তোমাকে নিয়ে কোনো গান লেখা হয়নি, চেষ্টা করেছি বহুবার
রয়ে গেছে সব কথা অলিখিত তার কাছে
আমার পুরোনো গীটার, সে যে আমার পুরোনো গীটার