LYRIC
শিরোনামঃ পাখিরা চায় আকাশের নীল কন্ঠঃশিবাজি চ্যাটার্জী
পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
শরশীর ভালোবাসা চায় রাজহাঁস
শিশিরকে পেতে চায় সবুজ সে ঘাস
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
মৌমাছিরা চায় মৌ ভরা ফুল
নৌকো যে পেতে চায় নদীর সে কূল(২)
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
রাত চায় জোছনা ঝরানো সেই চাঁদ
ঘুম চায় মুছে দিতে যত অবসাদ(২)
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
তুলসী তলাকে চায় সন্ধ্যার সাঁঝ
হারানোকে ফিরে পেতে চায় পিছু ডাক(২)
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
শরশীর ভালোবাসা চায় রাজহাঁস
শিশিরকে পেতে চায় সবুজ সে ঘাস
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে
আর আমি শুধু চাই তোমাকে