LYRIC
শিরোনামঃ এই ছায়াপথে
কন্ঠঃ জন
কথাঃ ইমন জুবায়ের
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ উৎসবের পর
ছায়াপথ ছেড়ে এখানে এসেছি
অথবা ছায়াপথেই রয়েছি যেন।
এখানে পথের দু’ধারে ফোটে ফুল,
যেখানে মেয়েটি কাঁদছে লুকিয়ে।
শেষ রাতের পথে ঘুরে কবিদের ম্লান মুখ দেখি।
ভালোবাসার খুব কাছেই ভালোবাসার মৃতদেহ…
এখানেই স্বপ্নের মৃত্যু, এখানেই ক্ষয়ে যেতে হয়।
মানুষ তাকিয়ে থাকে অর্থহীন নীল শূন্যতায়।
ছায়াপথে এত আঁধার দেখিনি।
এখানে শীতার্ত রাতে শিশুর মৃত্যু।
কবির বিমর্ষ চোখে দেখি সূর্যোদয়,
সূর্যটা যদিও প্রাচীন আকাশেই স্থির।