LYRIC
শিরোনামঃ শঙ্খের তীরে
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
অ্যালবামঃ আড়ি
সঙ্গীতায়োজনঃ তাহসান
এই শহরের কোন রাস্তার ধারে
ইট ঘেরা কোন দেয়ালের ওপারে
ধূসর কোন কবিতার বইয়ে
পথ হারা শত পথিকের ভীড়ে রোজ
আমি তোমাকেই খুঁজি
শুধু তোমাকেই খুঁজি
আর চিরচেনা সেই শঙ্খের তীরে
হয়তো বা দুঃস্বপ্নের ভীরে
ক্লান্তি আর কষ্টের মোহে
অন্ধাকারকে সঙ্গী করে একা
আমি দাড়িয়ে থাকি
শুধু দাড়িয়ে থাকি
যতটাই দূরে থাকো
শুধু একবার ঐ দুরের
বিস্তৃত আকাশটাকে দেখ
শুধু একবার ঘাস ফুলের সাথে
নীল আরও নীল ছবি আঁক
ঐ দক্ষিণ খোলা জানালা
আর বৃষ্টির হাহাকার
ডাকছে আবার