LYRIC
শিরোনামঃ মেয়ে
কন্ঠঃ উপল
অ্যালবামঃ Variation No.25.2
পুরোনো মোমের আলোয় জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সখি বরষার জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভেতর অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো… এসো না ফিরে (২)
এসোনা ফিরে
সময় হলেই এপথ সেপথ কোথাও খুঁজে পবেনা
স্বপ্নেরা সব মন ভেঙ্গেছে সুখ কেড়েছে ঠিকানা(২)
মেয়ে ফিরে এসো… এসো না ফিরে (২)
ফিরে যদি আসো কন্যা পথ হারানো দৈবলোকে
দুচোখ বেয়ে আলোর বন্যা তোমার আমার আর্দ্র বুকে
মেয়ে ফিরে এসো… এসো না ফিরে (২)
পুরোনো মমের আলোয় জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সুখি বরষার জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভেতর অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো… এসো না ফিরে (২)