LYRIC
বজ্রসেন । আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস ।।
কোটাল । খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস ।।
বজ্রসেন । এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে-
সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে ।
তোমার মরণ নাহয় আমার মরণ
যমের দিব্য কর যদি এরে হরণ-
ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ।।