LYRIC
শিরোনামঃ আদরে থেকো
কন্ঠঃ অনুপম রয়
কথাঃ প্রীতম
সুরঃ অমিত চ্যাটার্জী
নাটকঃ আদরে থেকো
আমার ভাঙা ঘর দোরে তোমার চলাচল
দেখো বুকে ডেকে আনে গানের স্কুল
ঘামে ভেজা পথে যত অসুখের দল
স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল
আমি হেঁটে যাই, ছায়াপথে প্রায়
পাঁজরে কোড়াই,
জেগে থাকা তারাদের ডাকনাম
এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো
চেনা নুড়ি পথে অচেনা কোলাজ
আবছায়া ঢাকে নিয়নের সাজ
আমি হেঁটে যাই, ছায়াপথে প্রায়
পাঁজরে কোড়াই,
জেগে থাকা তারাদের ডাকনাম
এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো