LYRIC
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোঢ়হাতে।।
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
দ্বার খোলো হে দ্বার খোলো-
প্রভু, করো দয়া, দেহ দেখা দুখরাতে।।
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোঢ়হাতে।।
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
দ্বার খোলো হে দ্বার খোলো-
প্রভু, করো দয়া, দেহ দেখা দুখরাতে।।
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোঢ়হাতে।।
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
দ্বার খোলো হে দ্বার খোলো-
প্রভু, করো দয়া, দেহ দেখা দুখরাতে।।