LYRIC
শিরোনামঃ আজও
কন্ঠঃ জন
কথাঃ জন
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ ব্ল্যাক
আমাদের আকাশে পাখিরা ওড়ে
দিকচিহ্নহীন ভাবে
আজও……
আলো পেয়েও যেন অন্ধকারই চায়
কীসের কি অন্ধ হতাশায় সবাই
আজও……
এভাবে বেঁচে আছি সবাই কেমন করে?
কিছুই না বুঝে
আজও…
এখনও
কেন
সবাই এরকম?
আসো, দ্যাখো, শোনো, বোঝো……