LYRIC
শিরোনামঃ এখন
কথাঃ স্নেহাশীষ ঘোষ
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ রেজওয়ান শেখ
অ্যালবামঃ আমি তো এমনই
এখন আমার ভালো থাকা
আমার উপর নেই
এখন আমার আমি বাঁচে
ঘিরে তোমাকেই
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়
এখন আমার ভালো থাকা
আমার উপর নেই
এখন আমার আমি বাঁচে
ঘিরে তোমাকেই
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়
হঠাৎ করেই এলে তুমি
আমার মনের পৃথিবীতে
আমায় ভাসিয়ে দিলে
অবুঝ কবি সারিতে
আমি লিখে যাই , লিখে গাই
গল্প কবিতার গান
তুমি হয়েছো, রয়েছো
সব কিছুরই প্রাণ
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়
এখন আমার ভালো থাকা
আমার উপর নেই
এখন আমার আমি বাঁচে
ঘিরে তোমাকেই
আমি পুড়ে যাই , মরে যাই
তোমার হাসির শূন্যতায়
আমি ভেসে যাই , হেসে যাই
তোমার স্বপ্নের পূর্ণতায়