LYRIC
শিরোনামঃ আমি যদি ভিড় হয়ে যাই
কন্ঠঃ ইশতিয়া চক্রবর্তী
কথাঃ ঋতুপর্ণ ঘোষ
সুরঃ নীল দত্ত
মুভিঃ মাছ মিষ্টি & মোর
এদেশ ও প্রবাস হয়ে যায়, আনমনে |
ঘর কেন ঠিকানা হারায়, কে বা জানে |
ওঠা নামা সিঁড়িগুলো সব,
নিজে নিজে এলোমেলো দিক পাল্টায়, অকারণে |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |
সন্ধে সকাল হতে চায়, ভালোবেসে |
সময়টা ঠিক পাল্টায়, অনিমেষে |
হাতে বাঁধা ঘড়িগুলো সব,
কেন যেন কি খেয়ালে এক হয়ে যায়, কাছে এসে |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |
হাতবাগে জড়ো করো কুচো সংসার,
তাই নিয়ে একা পথ চলা |
পুরনো যা কিছু আছে খুঁজে বারবার,
মিথ্যে নতুন নতুন খেলা |
ওঠা নামা আঁকাবাঁকা রাস্তাটা ঠিক জুটে যায় |
কম্পাসে যত দাগ এই পৃথিবীর, মুছে যায় |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |
পৃথিবী প্রবাস হতে চায়, অবহেলায় |
সব মন ঠিকানা হারায়, ধুলোখেলায় |
চেপে রাখা দমগুলো সব,
একে একে ফুসফুস থেকে ছাড়া পায়, প্রাণ খোলা |
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই |
আমি যেন ভিড় হয়ে যাই |